জাবিতে অনুষ্ঠিত হচ্ছে JU-ANSO আন্তর্জাতিক যৌথ গবেষণা সহযোগিতা প্রকল্প

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ অপরাহ্ন   |   শিক্ষা

জাবিতে অনুষ্ঠিত হচ্ছে JU-ANSO আন্তর্জাতিক যৌথ গবেষণা সহযোগিতা প্রকল্প


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :


আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা জোট (ANSO) এর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের যৌথ গবেষণা প্রকল্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

 

আগামীকাল ১৯ ডিসেম্বর, ২০২২ইং এ জাবি গাণিতিক ও ভৌত বিজ্ঞান অনুষদের গ্যালারীতে অনুষ্ঠিত হবে এই যৌথ গবেষণা সহযোগিতা প্রকল্প। সকাল ১১ টায় উদ্বোধনের উদ্বোনের মাধ্যমে আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা জোট (ANSO)র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিপ্রেজেনটেটিভ ড. এটিএম সাখাওয়াত হোসেন এর যৌথ গবেষণা সেশন উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হবে।ভূতাত্ত্বিক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হবে।

যৌথ গবেষণা সহযোগিতা প্রকল্পের সাথে সহযোগী হিসেবে সংশ্লিষ্ট রয়েছেন জাবি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ এমদাদুল হক, অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মোঃ হাসান ইমাম এবং মাহমুদা খাতুন।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ড. মোঃ নুরুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় জাবি প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর শেখ মোঃ মনজুরুল হক এবং গণিত ও ভৌত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমেদ ।




শিক্ষা এর আরও খবর: